counters

Friday, October 31, 2014

Hollywood actress Jennifer crisis


সংকটে হলিউড অভিনেত্রী জেনিফার


নগ্ন ছবি হ্যাকিং কেলেঙ্কারি দিয়েই শুরু। নগ্ন ছবি হ্যাকিংয়ের পর নগ্ন ভিডিও হ্যাকিংয়ের আতঙ্ক ছাপিয়ে এবার আরও বড় সংকটে জেনিফার লরেন্স।
প্রেমিক সংগীতশিল্পী ক্রিস মার্টিনের সঙ্গে ছাড়াছাড়ি। সময়টা আসলেই ভালো যাচ্ছে না অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের।
সুদর্শনা এই অভিনেত্রীর সঙ্গে তার প্রেমিক ক্রিস মার্টিনের ছাড়াছাড়ির এ তথ্য এক খবরে জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ।
এদিকে, বিশেষ একটি সূত্রের বরাতে পিপল ডটকম জানিয়েছে, ক্রিস মার্টিনের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লরেন্স। অথচ ক্রিসের মালিবুর বাড়িতে বেশ কয়েকটি মধুরাতের অভিসারের পর সম্পর্ক যে আরও মধুরতর হচ্ছে তার ইঙ্গিত মিলেছিল লাস ভেগাসে, যখন এক সংগীত উৎসবে ক্রিসের গান শুনতে হাজির হয়েছিলেন জেনিফার লরেন্স।
ভালোবাসার উষ্ণতা তাদের ঘিরেছিল অক্টোবরের ২১ তারিখ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আকাশে ঘন হয়ে আসা কালো মেঘের মতো সেই রাতে ক্রিস তার সাবেক প্রেমিকা গিনেথ প্যালট্রোর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন। অনেকেই এই প্রীতি ভোজের কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করেছেন।
আদতে বাদ সেধেছে ক্রিসের পুরোনো প্রেম। গিনেথ প্যালট্রোর সঙ্গে দুদন্ড মুখোমুখি বসে থাকাটাই শেষ পর্যন্ত দুঃসময় ডেকে আনল লরেন্সের জীবনে।

No comments:

Post a Comment