৩৩ সেকেন্ডই জেনিফার নিতম্ব প্রদর্শন(ভিডিও)
৩৩ সেকেন্ডই যথেষ্ট। ‘বুটি’ রিমিক্স মিউজিক ভিডিওর ৩৩ সেকেন্ডের টিজারে জ্বলে উঠলেন সিক্ত জেনিফার লোপেজ। মধ্য বয়সে গিয়েও যে তাঁর লাস্যময়তা অধরা তা আরও একবার প্রমাণ করে দিলেন মাত্র কয়েক সেকেন্ডেই।
নিকি মিনাজের অ্য়ানাকন্ডা ভিডিওটি যথেষ্ট চর্চায় রয়েছে এই নিতম্ব প্রদর্শনের জন্যই। এবার জোলি দেখিয়ে দিলেন নিকি মিনাজের থেকে কোনও অংশে কম তো নয়ই বরং শারীরিক সম্পদ কিছু বেশীই আছে তাঁর।
নামেই বোঝা যাচ্ছে গানটির দৃশ্যায়ণে কী থাকতে পারে। হ্যাঁ দুই লাস্যময়ী নারির উর্বর নিতম্ব। একজন জেনিফার লোপেজ ও অন্য়জন ইগি আজালিয়া। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, জেলো এবং ইগি ভক্তদের জন্য ভিডিওটি দেওয়া হল। কী আছে ৩৩ সেকেন্ডের টিজারে নিজেরাই দেখে নিন।
No comments:
Post a Comment