খুলনা প্রতিনিধি : খুলনায় টেস্টে জয়লাভ করে সমতায় ফিরতে চায় জিম্বাবুয়ে। আর বাংলাদেশের স্পিন আক্রমণ ঠেকাতে বেশ কিছু কৌশল অবলম্বন করার কথা জানালেন দলটির অধিনায়ক ব্রেন্ডন টেলর।
দ্বিতীয় টেস্টকে সামনে রেখে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিরিজে সমতায় ফেরার কথা বলেন টেলর, ‘খুলনার টেস্টে জয়ের জন্য খেলব আমরা। এ জন্য যা যা প্রয়োজন তা-ই করব। এই টেস্ট আমাদের অবশ্যই জিততে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখন নতুন ম্যাচ, নতুন মাঠ- আমরা চ্যালেঞ্জটা নিতে চাইছি।’
পেসার এবং খুলনার উইকেট সম্পর্কে টেলর বলেন, ‘এখানকার উইকেট মিরপুরের চেয়ে আলাদা। আমাদের পেসারদের শক্ত উইকেটে বল রিভার্স সুইং করানোর দক্ষতা আছে। এখানে তেমন বাউন্স হবে বলে মনে করি না। আমাদের পেসারদের নিয়ন্ত্রিত বোলিং করার এবং এখানে উইকেট নেওয়ার ক্ষমতা আছে।’
ক্রেগ আরভিনের খেলা নিয়ে কোনো সংশয় আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আরভিন ভালো আছে। অনুশীলনে চাতারার ছোঁড়া বলে সে আঘাত পেয়েছিল, এক্সরেও করানো হয়েছে। এখন সে সুস্থ।’
No comments:
Post a Comment