counters

Tuesday, November 11, 2014

বলিউডের তিন ‘সেক্সি’!



Sanny-top20140726120546
সানি লিওন, পুনম পাণ্ডে না হুমা খুরেশি- পাঠকদের চোখে কে বেশি ‘হট’?
এমন আজব এক প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি দক্ষিণ ভারতীয় সিনেমার পত্রিকা। পাঠকদের ভোট দিতে  অনুরোধ করা  হয়েছিল। তবে গোপনে। বেডরুমের খবর যেন বাইরে না আসে।
গোপন ভোটের মাধ্যমে পাঠকদের মতামত চেয়েছিল এই দক্ষিণী পত্রিকাটি। প্রাপ্তবয়স্কদের ভোটের হিসাব কষতে গিয়ে পত্রিকা কর্তৃপক্ষ অবাক। রেজাল্ট ‘ট্রাই’। মানে, পাঠকদের চোখে এই তিন কন্যাই নাকি সমান সমান ‘সেক্সি’!
শরীর প্রদর্শনে কেউ কাউকে টেক্কা দিতে  পারলেন না। তবে এতেই মহাখুশি পাঠকরা।  তিন লাস্যময়ীদের ফ্যানেরাই জিততে পেরে উদ্বেল। বলি দুনিয়ার এই তিন কন্যার ধারেকাছে যে আপাতত আর কেউ নেই, তা বলাই বাহুল্য।
এখন দেখার, এই ফলাফলে অনুপ্রাণিত হয়ে সানি লিওন, পুনম পাণ্ডে, হুমা খুরেশি-রা আর কতটা সাসী হন। বা আরও কতটা খোলাখুলি মেলে ধরেন নিজেদের।

No comments:

Post a Comment