counters

Saturday, November 29, 2014

মুরালিধরনকে ছাড়িয়ে গেলেন সাকিব




হ্যামিল্টন মাসাকাদজাকে বিদায় করে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ৬০তম উইকেটটি নেন সাকিব। এই উইকেট নিয়েই মুরালিধরনকে পেছনে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুরালিধরন জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে মাত্র ১৪.৬৭ গড়ে নেন ৫৯ উইকেট।

পরের দুটি স্থানে আছেন বাংলাদেশের দুই বোলার আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা। রাজ্জাক ৩২ ম্যাচ খেলে ১৮.৭৮ গড়ে নেন ৫৬ উইকেট। ৩৩ ম্যাচে মাশরাফি ২০ গড়ে নেন ৫৩ উইকেট।
ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিধরনকে ছাড়াতে সাকিবের লাগলো ৪১ ম্যাচ।

শুক্রবার সাকিব নিজের স্পেলে বিদায় করেন ভুসি সিবান্দা ও মাসাকাদজাকে। পাঁচ ওভারের সেই স্পেলে মাত্র ১৪ রান দেন সাকিব।

সিবান্দাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। এই উইকেটে মুরালিধরনের পাশে বসেন তিনি।

পরে তিনি বোল্ড করেন মাসাকাদজাকে। পা বাড়িয়ে ব্যাট আনতে একটু দেরি করেছিলেন তিনি; সেই ফাঁকে বল ব্যাট-প্যাডের ফাঁক গলে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে।

No comments:

Post a Comment