counters

Wednesday, November 5, 2014

Facebook photos and messages throat laketei ( গলার লকেটেই ফেসবুকের ছবি ও মেসেজ )

ফেসবুক এবং ইন্সটাগ্রামে প্রিয়জনদের ছবি এবার দেখা যাবে গলার লকেটেই। প্রযুক্তি সুবিধাসম্পন্ন এই লকেটটির নাম ‘পার্পেল’।

গলায় পরে থাকার এই বিশেষ লেকলেসটির লকেটটির ভেতরে টাচস্ক্রিন সুবিধার ডিসপ্লে রয়েছে। মোবাইল অ্যাপ সমর্থিত এই লকেটটিতে আগে থেকে নির্ধারিত করা ফেসবুক বা ইন্সটাগ্রামের প্রিয়জনরা ছবি পাঠাতে পারবেন। ফলে ব্যবহারকারী যে কোনো সময় গলার লকেটে থেকেই দেখে নিতে পারবেন প্রিয়জনদের ছবি।


নির্মাতা প্রতিষ্ঠান আর্টফ্যাক্ট কর্তৃপক্ষ জানান, ফেসবুকে অনেক বেশি সংখ্যক বন্ধুদের চাপে অনেক সময় প্রিয়জনদের ছবির আড়ালে থেকে যায়। সেক্ষেত্রে এই লকেটটি নির্ধারিত প্রিয়জনদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে রঙ পরিবর্তনের মাধ্যমে নোটিকেশন দেবে এবং সেই ছবিগুলো বা মেসেজগুলো লকেট থেকেই দেখা নেয়া যাবে।

খুব শিগগিরই এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।

তথ্যসূত্র: ডেইলি মেইল

No comments:

Post a Comment