counters

Monday, November 3, 2014

On November 21 Coming 'dream that thou' ( ২১শে নভেম্বর আসছে ‘স্বপ্ন যে তুই’ )

ইস্টার্ন মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন সোহেল। এ প্রতিষ্ঠানের সহযোগিতায় সিনেমাটি জমা পড়বে মালয়েশিয়ার সেন্সর বোর্ডে।সোহেল গ্লিটজকে বলেন, “পুরো ব্যাপারটি আসলে নির্ভর করছে মালয়েশিয়ার সেন্সর বোর্ডের ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পরই সিদ্ধান্ত হবে সিনেমাটি আসলে মালয়েশিয়ার কোন কোন অঞ্চলে মুক্তি দেওয়া হবে। তবে আমাদের লক্ষ্য বাঙালি অধ্যুষিত এলাকাগুলো।”


সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে বলে জানান তিনি।
“আমাদের বাণিজ্যিক সিনেমাগুলো নিয়ে দেশের বাইরে প্রচার শুরু করা উচিৎ। মূলধারার সিনেমাগুলো নিয়েই আমাদের লড়াই করা উচিৎ। শুধু অ্যাওয়ার্ডভিত্তিক কোনো উৎসব বা প্রতিযোগিতার উদ্দেশ্যে সিনেমা নির্মাণ করলেই তো চলবে না। সেসব সিনেমাতে বাণিজ্যিক সব উপকরণও থাকতে হবে। সিনেমাগুলো হলেও ভালো ব্যবসা করতে হবে। যেসব সিনেমা আমাদের দর্শক গ্রহণ করে না, সেসব সিনেমা নিয়ে দেশের বাইরে প্রতিযোগিতায় যাওয়া বা প্রদর্শন করার পক্ষে নই আমি।”
রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল-আক্কেল চ্যালেঞ্জার্স তারকা আবু হেনা রনি, জামিল হোসেন এবং আনোয়ারুল আলম সজল। সিনেমাতে আঁচল ‘জেরি’ এবং ইমন ‘টম’ চরিত্রে অভিনয় করছেন।
সিনেমাতে দেখা যাবে, মফস্বলের ছেলে টম শহরে এসে প্রেমে পড়ে জেরির। কিন্তু তাদের ভালোবাসায় বাঁধা হয়ে ওঠে জেরির এক ছেলেবন্ধু। বন্ধুটি যেকোনো মূল্যে জেরিকে পেতে চায়। তাই জেরির কাছে টমের নামে কুৎসা রটায় সে। আর তাকে ফিরে পেতে নানা ছলাকলার আশ্রয় নেয় টম।
সিনেমাটি প্রযোজনা করছে ইস্টার্ন মোশন পিকচার্স ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সজিব ফিল্মস।

No comments:

Post a Comment