অনেকদিন পর নতুন চলচ্চিত্রে রিয়াজ
চলচ্চিত্রে অভিনয় করবেন কি করবেন না তাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব শোনা যাচ্ছিল। মাঝে ব্যবসায় মনোযোগ দিয়ে বিদেশেও অনেক দিন কাটিয়ে আসলেন। দেশে ফিরে ছোট পর্দার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারপর একটু একটু বিভিন্ন চলচ্চিত্রে কাজ করার কথা হচ্ছিল বলে আভাস পাওয়া যায়। রিয়াজ এখন নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। নাম সুইট হার্ট।
এই চলচ্চিত্রে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে রিয়াজকে।
১৯ অক্টোবর দুপুরে এ সিনেমার অনানুষ্ঠানিক মহরত হয়। বিএফডিসির ৪ নম্বর ফ্লোর থেকে যাত্রা শুরু করে সুইটহার্ট চলচ্চিত্রের কাজ। তারপর শুরু হয় এ সিনেমার দৃশ্যধারণের কাজ। মোঘল পরিবারের ছেলে জিসান নামের একটি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ।
এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। রোমান্টিক ঘরোনার মৌলিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা।
ডিজিটাল ফরমেটে তৈরী এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, বাপ্পি, বিদ্যা সিনহা মিম, দিতি, প্রবীর মিত্রসহ অনেকেই। ডিজিটাল মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে সুইটহার্ট সিনেমাটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করবেন আহমেদ হুমায়ুন।
রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি লোভে পাপ পাপে মৃত্যু । ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় এ সিনেমাটি। এর পরে আর কোনো সিনেমায় দেখা যায়নি এ অভিনেতাকে।

No comments:
Post a Comment