counters

Saturday, November 1, 2014

Subjects will be shocked jhampe Sumi ( ঢাকার সুমির ঝাঁপে মর্মাহত দেব )

ঢাকার সুমির ঝাঁপে মর্মাহত দেব


কলকাতার সুপারহিরো দেবের দৃষ্টি আকর্ষণের জন্য ছাদ থেকে লাফিয়ে পড়েছিল বাংলাদেশের স্কুলছাত্রী সুমী দাস। ইচ্ছে ছিল, লাফিয়ে পড়লে পত্রিকায় নিউজ হবে, আর সেই নিউজ দেখে তাকে দেখতে আসবেন দেব। সেই স্বপ্নই যেন পূরণ হতে চললো সুমীর!


মঙ্গলবার দুই তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সুমী। এ ঘটনায় খবর প্রকাশ হয় পশ্চিমবঙ্গের দৈনিক ‘এই সময়’ পত্রিকায়। ‘দেব দর্শন-এর জন্য ঝাঁপ’- শিরোনামে প্রকাশিত এ খবরটি পড়ে খুবই মর্মাহত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক দেব।
বৃহস্পতিবার ফেসবুকে সুমী এবং অন্য ভক্তদের উদ্দেশে স্ট্যাটাস দিয়েছেন দেব।
স্ট্যাটাসে অনুরোধ করে তিনি লিখেন- কিছুক্ষণ আগে শুনলাম, সংবাদ সৃষ্টির মাধ্যমে আমার নজর কাড়তে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে সুমী নামে এক বাংলাদেশি। খবরটি আমাকেও আঘাত করেছে নিঃসন্দেহে। আজ আমি বলতে যাকে দেখছো, মনে করে দেখো এটা শুধু এবং শুধুই ভক্তদের জন্য।
দেব আরো লিখেন, তাই আজ যদি তুমি নিজেকে আঘাত করো, সে আঘাত আমারও লাগে। আমি অনুরোধ করছি সবাইকে এবং মিনতি করে বলছি, আমার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কেউ নিজেকে আঘাত করো না। আমাকে ভালোবাসো, জেনে রেখ দেব সবসময় আছে তোমাদের পাশে, ঠিক তোমাদের হৃদয়ে।
জীবন খুবই সুন্দর, জীবনকে উপভোগ করো। আর একজন ভক্তের চলে যাওয়া মানে আমি একজনের ভালোবাসা হারালাম।
জানা গেছে, সুমী রাজধানীর জুরাইনের আল-ফারাহ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

No comments:

Post a Comment