counters

Sunday, November 2, 2014

শিশু অপহরণ করলেন মিশা!

শিশু অপহরণ করলেন মিশা!

এবার শিশু অপহরণ করলেন ঢালিউডের ডেঞ্জারম্যান মিশা সওদাগর। অপহরণের পর তার অভিভাবকের কাছে দুই কোটি টাকা মুক্তিপনও দাবি করেন। এ ঘটনায় মাঠে নেমেছে পুলিশ, সঙ্গে আছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান।


বৃহস্পতিবার রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এমন দৃশ্যেরই শ্যুটিং করছিলেন পরিচালক জি. সরকার। তার নতুন সিনেমা ‘লাভ ২০১৪’ শেষ লটের শ্যুটিং চলছে বেশ জোড়েসোড়েই। এতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস ও নিপুন আক্তার।
আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি দেওয়ার আশা করছেন পরিচালক জি. সরকার।
ছটিবির কাহিনী লিখেছেন কমল সরকার। মেঘমালা কথাচিত্র পরিবেশিত এ সিনেমাটি পরিচালনা করছেন ইসরাত জাহান। ক্যামেরায় কাজ করছেন লাল মোহাম্মদ, ফাইট করছেন আরমান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন দেবেন্দ্র চ্যাটার্জি।
ডিজিটাল ধারায় নির্মিত এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দিতি, আমির সিরজী, শিশুশিল্পী তুসিসহ অনেকেই।

No comments:

Post a Comment