counters

Sunday, November 2, 2014

'Digital' Shahrukh Khan ( ‘ডিজিটাল’ শাহরুখ খান )

‘ডিজিটাল’ শাহরুখ খান

শাহরুখ যে তার ভক্তদের নিরাশ করে না তার প্রমান মিলল আরো একবার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাপি নিউ ইয়ারের প্রচার নিয়ে হাজারো ব্যস্ততার মধ্যেও লস এঞ্জেলসে ভক্তদের জন্য ডিজিটাল থ্রিডি ফেস স্ক্যান করলেন শাহরুখ।


লস এঞ্জেলসের যে স্টুডিওতে শাহরুখ শুটিং সেরেছেন তার প্রোডিউসর কে আরটিউনন জানান, শাখরুকে দেখে আমি অনুপ্রাণিত। ওর সঙ্গে কাজ করতে পেরে আমার টিম অভিভূত। ওর পেশাদারিত্ব, ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করেছে। প্রযুক্তি নিয়ে ওর উৎসাহও দেখার মতো। ওর মধ্যে মেগাস্টারের সঙ্গে কাজ করতে পেরে আমরা ভাগ্যবান।
হ্যাপি নিউ ইয়ার ছবিটি এর মধ্যেই বক্স অফিসে ব্যবসার ‘ধুম থ্রি’-র রেকর্ড ভেঙে দিয়েছে। বহু আন্তর্জাতিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে করা হয়েছে এই শ্যুটে। প্রথম সপ্তাহতেই এই ছবির কালেকশান ১০৮ কোটি। তবে এবার এই ডিজিটাল থ্রিডি ফেস স্ক্যানিংয়ে বিভিন্ন অবতারে দেখা যাবে শাহরুখকে। বহু কাজের ব্যস্তার মধ্যেও এই শ্যুটের জন্য দু’দিন সময় বের করেন কিং খান।

No comments:

Post a Comment