অদ্ভুত এক মামলা নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ১২ বছর আগে মৃত ব্যক্তির নামে দাঙ্গা সংঘটনের অভিযোগে মামলা করা হয়েছে!
এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলায়। এই জেলার চাঙ্গা গ্রামে ৭ অক্টোবর দাঙ্গা হয়। দাঙ্গা বাধানোর অভিযোগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বাদী হয়ে ৩০ জনের নামে মামলা করেছে। এর মধ্যে রয়েছে ইসমাইল আবদুল বোহরা নামে এক ব্যক্তি। তার বিস্তারিত পরিচয়ও উল্লেখ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো- ইসমাইল মারা গেছেন এখন থেকে প্রায় ১২ বছর আগে।
মামলার বর্ণনায় আরো বলা হয়েছে, চাঙ্গা গ্রামের একটি দুগ্ধ খামারে ইসমাইল ভারি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে সহিংসতা চালাতে দেখেছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, ইসমাইল ওই দুগ্ধ খামারে ব্যাপক সহিংসতা চালায়।
এই দাঙ্গা মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনা ইসমাইলের পরিবার জানার পর সংশ্লিষ্ট থানায় গিয়ে তারা ১২ বছর আগে মৃত্যুবরণ করা ইসমাইলের ডেথ সার্টিফিকেট দেখালে মামলা থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়।
এখানেই শেষ নয়। চাঙ্গা গ্রামের দাঙ্গা নিয়ে করা মামলায় আরো পাঁচ-সাতজন আসামি রয়েছেন, যারা কখনোই ওই গ্রামে বাস করেননি। তারা আদালত থেকে জামিন নিয়েছেন।
মামলার বিষয়ে মারাত্মক এই ভুল নিয়ে দুঃখ প্রকাশ করেছে আনন্দ জেলার পুলিশ কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment