counters

Monday, November 3, 2014

ইঁদুরের কারণে ৫ ঘণ্টা দেরিতে ফ্লাইট!

হায় রে ইঁদুর! এক পিচ্চি ইঁদুরের কারণে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়তে হলো একটি ফ্লাইট। যাত্রীদের সে কী বিড়ম্বনা। কিন্তু কিছুই করার ছিল না। ইঁদুরটিকে ধরার পর তারপর ছাড়া হয় বিমানের ফ্লাইট। 
নরওয়েজিয়ান এয়ার শাটল এয়ার লাইনসের একটি বিমান নিউ ইয়র্কের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দেখা যায়, একটি ইঁদুর ককপিটে দৌড়াদৌড়ি করছে। যাত্রা মুহূর্তে ইঁদুরের উৎপাত ভীষণ ভুগিয়েছে যাত্রীদের। বিমান কর্তৃপক্ষও নাছোড়বান্দা।
সঙ্গে সঙ্গে শুরু হয় ইঁদুর ধরার অভিযান। ককপিটে কোনো এক কোণে গিয়ে লুকিয়ে ছিল সেটি। একে খুঁজে পেতে নিরাপত্তাকর্মীদের সময় লেগে যায় প্রায় পাঁচ ঘণ্টা। 
এ নিয়ে নরওয়েজিয়ান এয়ার শাটলের মুখপাত্র চারলোট হমবার্গ জানিয়েছেন, মঙ্গলবার নরওয়ে থেকে নিই ইয়র্কগামী একটি ফ্লাইটে হঠাৎ ইঁদুর চোখে পড়ে। এটিকে ধরতে পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। তাই ফ্লাইট ছাড়তেও দেরি হয়। 
কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলেছেন, বিমানে কেন ইঁদুর দেখা যাবে এবং তা কীভাবেই বা বিমানে উঠবে। একে নরওয়েজিয়ান এয়ার শাটল বিমান সংস্থার গাফিলতি ও অব্যবস্থাপনা বলে মন্তব্য করেছেন অনেক যাত্রী। 
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


No comments:

Post a Comment