counters

Wednesday, November 12, 2014

‘সালমানের বোন আমার বোন’



"সালমান এবং আমি এতটাই ঘনিষ্ঠ যে ওর বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে আমাকে কার্ড দেওয়ার কোনো দরকার নেই। তার বোনের বিয়ে মানে আমার নিজের বোনের বিয়ে।" 
দুই দশক আগে 'আন্দাজ আপনা আপনা' সিনেমায় জুটি বেঁধেছিলেন আমির আর সালমান। সেই থেকে তাদের বন্ধুত্ব আজও অটুট। একে অন্যের সিনেমার প্রচারও করে থাকেন মন খুলে। 
দিল্লির ব্যবসায়ী আয়ুশ শর্মার সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন সালমানের বোন অর্পিতা। হায়দ্রাবাদে ১৮ নভেম্বর বসবে তার বিয়ের আসর, এরপর ২১ নভেম্বর মুম্বাইতে হবে জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান। এতে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই নেমন্তন্ন পাঠানো হয়েছে শাহরুখ খানকেও।

No comments:

Post a Comment