সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সব সময়ই নিয়মিত ছিলেন লরেন্স। কিন্তু এখন ফেইসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামের ব্যাপারে কোনো আগ্রহ নেই তার। কারণটা কারও অজানা নয়। কিছুদিন আগেই তার ব্যাক্তিগত ছবি হ্যাক করে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে।
সম্প্রতি বিবিসি রেডিও ওয়ানকে সাক্ষাৎকার দেওয়ার সময় ২৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, যদি কখনও ফেইসবুক, ইন্সটাগ্রাম কিংবা টুইটারে আমার নামে কোন অ্যাকাউন্ট দেখেন, বুঝে নেবেন সেটা আমি নই। ইন্টারনেট আমাকে অনেক ভুগিয়েছে। নিজেকে এখন আমার হাইস্কুলের সেই মেয়েটির মত মনে হয়, যাকে নিয়ে হাসাহাসি করে সবাই।
এছাড়াও বললেন, প্রযুক্তির সঙ্গে বোঝাপড়া খুব একটা ভালো নয় তার।
মোবাইল এবং প্রযুক্তি আমি ঠিকমতো ব্যবহার করতে পারি না। ঠিকমতো ইমেইল ব্যবহার করাও আমার জন্য কঠিন, টুইটার তো অনেক দূরের ব্যাপার। আমি বুঝি না টুইটারের ব্যবহার।
চলতি বছরের অগাস্ট মাসে অস্কারজয়ী এই অভিনেত্রীসহ প্রায় শত নারী তারকার গোপনীয় ছবি ফাঁস হয়। আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে ছবি ফাঁসের ঘটনাটিকে ‘যৌন অপরাধ’ বলে অভিহীত করেন লরেন্স।
No comments:
Post a Comment