২১৮ বছর লাগবে সম্পত্তি শেষ করতে!
তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। তার পরিচয়ের জন্যে শুধুমাত্র তার নামটিই যথেষ্ট। আর কোনও বাড়তি পরিচয়ের প্রয়োজন তার অন্তত পড়ে না। কারণ তিনি বিল গেটস।
কিন্তু ঠিক কতটা পরিমাণে ধনী তিনি? কোনও ধারণা আছে? না থাকলে শুনুন।
তিনি যদি প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার খরচ করেন, তাতেও তার সম্পূর্ণ অর্থ ভান্ডার শেষ হতে লাগবে ২১৮ বছর! এই মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ ৭৯ বিলিয়ন মার্কিন ডলার!
অক্সফামের করা একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এমন খবরই প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়েন।
বিভিন্ন জায়গায় করা বিনিয়োগ থেকে প্রতিদিন যে লাভের অঙ্ক তার অর্থ ভান্ডারে যোগ হয় তার পরিমাণও নেহাত কম নয়। ১১.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন শুধুমাত্র ইন্টারেস্ট থেকেই রোজগার করেন বিল গেটস!
তবে শুধু বিল গেটসের কথা শুনেই অবাক হবেন না। তার থেকেও ধনী ব্যক্তি রয়েছেন পৃথিবীতে। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি মেক্সিকোর কার্লস স্লিম যদি প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার খরচ করেন, তাতেও তার সম্পূর্ণ অর্থ ভান্ডার শেষ হতে লাগবে ২২০ বছর!
অন্যদিকে ওয়ারেন বাফে যদি এই গতিতে প্রতিদিন খরচ করেন, তাহলে তার নিঃস্ব হতে সময় লাগবে মাত্র ১৬৯ বছর!
No comments:
Post a Comment