রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানান, উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস চায় দল।
“কারো পঞ্চাশ রান হলে তাকে দলের জন্য আরো পঞ্চাশ রান করতে হবে। এটা আমাদের জন্য নতুন নিয়ম। তা করতে পারলে দলের জন্য বড় অর্জন হবে। আমরা ব্যাটসম্যানরা এভাবে খেলার চেষ্টা করবো।”
মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের তিন ব্যাটসম্যান মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হক অর্ধশতক পেলেও কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি।
বাংলাদেশের অধিনায়ক জানান, ইনিংসের শুরুতেই যেকোনো ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারেন। কেউ নিজের দোষে আউট হতে পারে, আবার কেউ খুবই ভালো একটি বলে আউট হয়ে যেতে পারে। তাই রান পাওয়া ব্যাটসম্যানদের ইনিংস যত সম্ভব বড় করতে হবে।
মিরপুর টেস্টে জিতলেও ব্যাটিং নিয়ে দুর্ভাবনা রয়েছে স্বাগতিকদের। প্রথম ইনিংসে বড় লিডের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাত্র ১৪ রানের লিড নেয় তারা। আর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে তালগোল পাকিয়ে কোনোমতে জেতে বাংলাদেশ।
খুলনা টেস্টের আগে ব্যাটসম্যানদের প্রতি অধিনায়কের বার্তা, “যারা ভালো শুরু করবে তারা যেন নিজেদের ইনিংস বড় করে। বড় বড় খেলোয়াড়রা এভাবেই খেলে। সেই পর্যায়ে যেতে না পারলেও তাদের কাছ থেকে এগুলো যেন আমরা শিখতে পারি।”
টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক পাওয়া মুশফিক মনে করেন, উইকেটে টিকে থাকতে তার দলের ব্যাটসম্যানদের আরো অনুশীলন করতে হবে।
“টেস্টে দুয়েকটা বাজে আউট থাকতেই পারে। কিন্তু আমাদের পাঁচ/ছয় জন ব্যাটসম্যান হয়তো দ্রুত আউট হয়ে যায়। এটা সত্যিই আতঙ্কের
No comments:
Post a Comment