counters

Tuesday, November 4, 2014

খুলনায় তামিমের রেকর্ড

মারকুটে ব্যাটসম্যানের প্রতিরূপই হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। দর্শকরা-সমর্থকরা মারকুটে তামিমকে দেখতেই অভ্যস্ত। তবে দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা তামিম হয়তো তার ব্যাটিংয়ে পরিবর্তনে এনেছেন। মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে ৩১২ বলে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়লেন তামিম। বাংলাদেশের হয়ে ‘ধীরতম’ সেঞ্চুরির রেকর্ডটি এখন তামিমের দখলে। সবচেয়ে কম বলে করায়
৩৩২ বলে ১০৯ রান করা তামিম সেঞ্চুরি করতে খেলেছেন ৩১২ বল। স্ট্রাইক রেট মাত্র ৩২.৮৩। এটিই এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে ‘ধীরগতির’ সেঞ্চুরি।
বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে শতকে পৌঁছানো প্রথম ৫ ব্যাটসম্যনের তালিকা
১.পাকিস্তানের মুদাসসর নাজার ১৯৭৭-৭৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ৪১৯ টি বল খেলে শতকে পৌঁছান।
২.ভারতের এসভি মানজেরকর জিম্বাবুয়ের বিপক্ষে শতকে
পৌঁছান ৩৯৭ বল খেলে।
৩. ইংল্যান্ডের সিটি র‌্যাডলি ট্রিপল ফিগারে যেতে বল খরচ করেন ৩৯৬টি বল।
৪. ওয়েস্ট ইন্ডিজের জেসি অ্যাডামস জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬৫ বল খেলে ১০০ রান করেন।
৫. শ্রীলঙ্কার টিটি সামারেওয়ারা ৩৪৫ বল খেলে সেঞ্চুরি করেন।
বাংলাদেশের তামিম ইকবাল এই তালিকায়  আছেন ২০ নম্বরে। তিনি খরচ করেছেন ৩১২টি বল।

No comments:

Post a Comment