ইবোলা আক্রান্তদের সহায়তায় নতুন সেবা চালু করছে ফেইসবুক। ইবোলা আক্রান্তদের সহায়তা করার জন্য ফেইসবুক ব্যবহারকারীদের সুযোগ দিতে ‘ইবোলা বাটন’ নামের নতুন অপশন চালু করেছে এই সোশাল নেটওয়ার্ক জায়ান্ট।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইল পেইজে এই নতুন বাটন দেখা যাবে। এ বাটনে ক্লিক করে ইবোলা আক্রান্তদের জন্য আর্থিক সহায়তা করতে পারবে তারা। এখান থেকে সংগৃহীত টাকা সরাসরি ইন্টারন্যাশনাল মেডিক্যাল কোর, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস এবং সেইভ দ্যা চিলড্রেন তহবিলে পাঠানো হবে।
ফেইসবুকের এমন তৎপরতাকে ‘প্রচারণার উদ্দেশ্যে করা’ বলে একজন সমালোচনা করলে, জাকারবার্গ তার জবাবে বলেন, “আমি ব্যাক্তিগতভাবে ২.৫ কোটি মার্কিন ডলার দান করেছি এবং ফেইসবুক আক্রান্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগ দেয়ার মাধ্যমে লাখ লাখ ডলার খরচ করছে”।
পশ্চিম আফ্রিকায় ইন্টারনেট ও ফোন সার্ভিসের উন্নয়নে ১০০ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল বসানোর জন্য সহায়তা করছে ফেইসবুক।

No comments:
Post a Comment