counters

Monday, November 10, 2014

মোদীর মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়ও


বিজেপি নেতার সম্প্রসারিত মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয়, সঙ্গীত জগত থেকে রাজনীতিতে এসেই লোকসভা সদস্য নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি।
রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পূর্ণ মন্ত্রী হিসেবে চার জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৭ জন শপথ নিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
এর মধ্য দিয়ে মোদীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬৬ এ পৌঁছল। গত ২৬ মে ৪৫ জনকে নিয়ে শুরু হয়েছিল মোদীর নতুন সরকারের যাত্রা।
কংগ্রেসকে হটিয়ে ক্ষমতা নেওয়া বিজেপির জোটে এবার তৃণমূল কংগ্রেসও না থাকায় বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ মোদীর সরকারে কোনও পদ পায়নি।
আগের যে কোনও বারের চেয়ে ভাল ফল করেই এই রাজ্যে বিজেপি লোকসভার দুটি আসন করায়ত্ত করে। তার একটি আনেন আসানসোলের বাবুল সুপ্রিয় বড়াল, যাকে বলিউডের গায়ক হিসেবেই সবাই চিনত।
রাজনীতিতে নাম লেখানোর সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট সদস্য এবং তার ছয় মাসের মধ্যে প্রতিমন্ত্রী- তাই উচ্ছ্বসিত বাবুল সুপ্রিয়ও; তবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকটাই সংযত তিনি।
“আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তাই পালন করব আমি,” কলকাতার দৈনিক আনন্দবাজারকে বলেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংয়ের অবশ্য অনেক ভরসা বাবুল সুপ্রিয়ের ওপর। “বাবুলের প্রতিমন্ত্রী হওয়া আসানসোলের জন্য ভাল খবর। সে খুব উদ্যমী ছেলে, সে ভাল করবে,” বলেন তিনি।
মন্ত্রিসভা সম্প্রসারণে চারজনকে পূর্ণ মন্ত্রী করেছেন মোদী। তারা হলেন- গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, বাজপাই সরকারের বিদ্যুৎমন্ত্রী ও সাবেক শিবসৈনিক সুরেশ প্রভু, বিজেপির বর্ষীয়ান নেতা জে পি নাড্ডা এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে আসা হরিয়ানার চৌধুরী বীরেন্দ্র সিং।
শিব সেনা মনোনীত অনিল দেশাইকে পূর্ণ মন্ত্রী করতে না চাওয়ায় সম্প্রসারিত মন্ত্রিসভায় তাদের কেউ নেই বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
নতুন মন্ত্রী সুরেশ প্রভু এদিনই শিব সেনা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপির সঙ্গে মিত্র দল শিব সেনার রেশারেশি চলছে, যার ছাপ কেন্দ্রীয় সরকারেও পড়ছে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এথেন্স অলিম্পিকে রুপাজয়ী শুটার রাজবর্ধন রাঠোর। বিজেপির মুসলিম নেতা মুক্তার আব্বাস নাকভিও নতুন প্রতিমন্ত্রী হয়েছেন।
বিহার থেকে প্রতিমন্ত্রী হয়েছেন তিন জন- সম্প্রতি লালু প্রসাদ যাদবকে ছেড়ে বিজেপিতে আসা রাম কৃপাল যাদব, বিহারের বিজেপি নেতা রাজিব প্রতাপ রুডি ও গিরিরাজ সিং।
নতুন প্রদেশ তেলেঙ্গনার বিজেপি নেতা বান্দারু দত্তরিয়াও প্রতিমন্ত্রী হয়েছেন। উত্তর প্রদেশের মহেশ শর্মাও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন হরিবাঈ পার্থিবাঈ চৌধুরী, সানওয়ার লাল, মোহনবাঈ কল্যাণজিবাঈ, রাম শঙ্কর কাঠেরিয়া, জয়ন্ত সিনহা, সাদভি নিরঞ্জন বিজয় সাম্পলা।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে সবাই মোদীর দল বিজেপির। একমাত্র তেলেগু দেশম পার্টির সত্যনারায়ণ চৌধুরীর ঠাঁই হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে।

No comments:

Post a Comment