counters

Saturday, November 8, 2014

কে হবেন সেরা সুন্দরী?

আজ 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' গ্র্যান্ড ফিনালে

কে হবেন সেরা সুন্দরী?

এবারের সেরা পাঁচ সুন্দরী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ বসছে লাক্স সুন্দরীদের আসর। আজ '৮ম লাক্স-চ্যানেল আই সুপারস্টার'-এর গ্র্যান্ড ফিনালে। আজকে লড়বেন পাঁচ সুন্দরী- নাদিয়া, নীলা, নাজিফা, প্রেমা ও সুপ্রিয়া। কিন্তু কে হবেন সেরা সুন্দরী? ভক্তদের এই প্রশ্নের জট খুলতে শুরু করবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। তার আগ পর্যন্ত পাঁচ সুন্দরীর মনেও দুরু-দুরু ভাব।

এবারের গ্র্যান্ড ফিনালে আগের চেয়েও আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি জুড়ে থাকবে সৌন্দর্য, ফ্যাশন, নাচ আর সংগীত। এই লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া পাঁচ সুন্দরীও তাদের রূপের ঝলক ছড়িয়ে দেবেন সারা দেশে। আর আগের বিজয়ীরা তাদের বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলবে পুরো আয়োজন। এ ছাড়া এবার প্রথমবারের মতো এ দেশের নারীদের সৌন্দর্যকে ট্রিবিউট জানাতে এই মঞ্চে গান করবেন জেমস। টপ ফাইভ তাদের অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে তিন জাজ সুবর্ণা মুস্তাফা, অপি করিম এবং তাহসানের মন জয় করে নিয়েছে। এখন এদের একজন রূপের ঝলকে অন্য সবাইকে ম্লান করে দিয়ে জিতে নেবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর মুকুটটি। তাই পাঁচ সুন্দরী নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে চ্যালেঞ্জও নিচ্ছেন তারা।

No comments:

Post a Comment