সুধীরকে কথা দিলেন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকারের ‘একনিষ্ঠ ভক্ত’ হিসেবেই পরিচিত তিনি৷ সারা গায়ে তেরঙ্গা এঁকে এবং শচীনের নাম লিখে ভারতের মাটিতে দেশটির সবক’টা ম্যাচেই এতদিন গলা ফাটাতে দেখা গেছে তাঁকে৷ এমনকী, শচীন অবসর নেওয়ার পরেও জাতীয় দলের সমর্থনে সর্বত্রই তাঁকে দেখা যায়৷
সেই ‘পাগল’ ক্রিকেট প্রেমী সুধীর কুমার গৌতমকে এবার বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার মাঠে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না৷ কারণ স্বয়ং মাস্টার ব্লাস্টারই সুধীরকে আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা তাঁকে করে দেবেন৷
শচীনের ২৪১ টা ওয়ান ডে, ৪২ টা টেস্ট, ৬৩টি আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ম্যাচ দেখেছেন সুধীর৷ বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও আসার সুযোগ পেয়েছিলেন৷ যার জন্য বাংলাদেশ বোর্ডের প্রতিও যথেষ্ট কৃতজ্ঞ তিনি৷
No comments:
Post a Comment