counters

Sunday, November 9, 2014

সোস্যাল মিডিয়ায় কোহলির এক কোটি আশি লাখ লাইক

সোস্যাল মিডিয়ায় কোহলির এক কোটি আশি লাখ লাইক


 শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ভারতীয় দলের নেতৃত্ব ভার দেওয়া হয়েছে বিরাট কোহলিকে৷ ক্যাপ্টেন হট ইতিমধ্যেই দু’টি ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে ক্রিকেট পণ্ডিতদের প্রশংসা কুড়িয়েছেন৷ সম্প্রতি একটি ওয়েবসাইট সমীক্ষায় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ( ট্যুইটার ও ফেসবুক) সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হলেন তিনি৷
বিরাট কোহলির ট্যুইটারে ভক্তের সংখ্য প্রায় ৭০০০ করে বাড়ছে৷ এই মুহূর্তে কোহলির ফেসবুক পেজে প্রায় এক কোটি আশি লাখ লাইক রয়েছে৷ পাশাপাশি ট্যুইটারে এখন কোহলিকে ফলো করছেন প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ৷ যা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে অনেকটাই বেশি৷
২৬ বছর বয়সি কোহলি এখন বিশ্বের প্রথম ৫০ জন বিপণনযোগ্য অ্যাথলিটদের তালিকায় দু’নম্বরে রয়েছেন৷ লুইস হ্যামিলটনের পরেই রয়েছেন তিনি৷ তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও উসেইন বোল্টকে পিছনে ফেলে দিয়ে বাজার কাঁপাচ্ছেন কোহলি৷

No comments:

Post a Comment