জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন বলিউডের চলচ্চিত্রে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন। বলিউড ডায়রিজ শিরোনামের এ সিনেমায় তাকে নিষিদ্ধপল্লি সোনাগাছির একজন যৌনকর্মী হিসেবে দেখা যাবে। এ সিনেমার শুটিং শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। সিনেমাটি পরিচালনা করছেন কে ডি সত্যম। চিত্রনাট্যে অনুযায়ী সোনাগাছিতে শুটিং চলছে এ চলচ্চিত্রের।
এ বিষয়ে রাইমা সেন বলেন, আমি খুবই উত্তেজিত ছবিটি নিয়ে। জীবনে কখনো করিনি এই রকম একটা চরিত্র। যখনই পরিচালক সত্যম আমাকে প্রস্তাব দিলেন, আমি সঙ্গে রাজি হয়ে গেলাম। কাজটা বেশ এক্সপেরিমেন্টাল।
বলিউড ডায়েরিজ সিনেমায় ৩টি গল্প দেখা যাবে। তিনটি গল্পেই আলাদা আলাদা প্রধান চরিত্র থাকবে। এ সিনেমার দ্বিতীয় গল্পের প্লট সোনাগাছি। সেখানকার একটি মেয়ের নাম ইমলি। এই চরিত্রটিতেই অভিনয় করছেন রাইমা সেন। বলিউডের বিভিন্ন নায়িকাদের নকল করে সাজগোজ করে এই মেয়ে এবং স্বপ্ন দেখে একদিন হিন্দি ছবির নায়িকা হওয়ার। এর বিপরীতে অভিনয় করছেন বিনীত। তিনি একজন সফল অভিনেতা। এভাবে আলাদা আলাদা তিনটি গল্প নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি
No comments:
Post a Comment