counters

Monday, November 3, 2014

Country 'pimparabidyara alternative exhibition ( দেশজুড়ে 'পিঁপড়াবিদ্যা'র বিকল্প প্রদর্শনী )

'পিঁপড়াবিদ্যা' ছবির দৈর্ঘ্য কম হওয়ায় মফস্বলের হলগুলো স্লট মেলাতে পারছে না। তাই ব্যাপক দর্শক চাহিদা থাকা সত্ত্বেও ছবিটি প্রদর্শন করতে পারছে না তারা। এ সমস্যা সমাধান করার উদ্দেশে দেশজুড়ে শুরু হচ্ছে ছবিটির বিকল্প প্রদর্শনী। প্রযোজক-পরিবেশকের পক্ষ থেকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'পিঁপড়াবিদ্যা বিভিন্ন সিনেমা হলে চলার পাশাপাশি স্থানীয় অডিটোরিয়ামগুলোতেও চলবে। যেসব জেলায় হলের সঙ্গে বনিবনা হবে না সে সব জেলায় সবচেয়ে ভালো অডিটোরিয়ামে স্থানীয় আয়োজকদের উদ্যোগে পিঁপড়াবিদ্যা নিয়মিত প্রদর্শনীর আয়োজন করা হবে। সচরাচর এ ধরনের শোগুলোতে ডিভিডিতে 
ছবি দেখানো হয়। কিন্তু আমরা জাজ মাল্টিমিডিয়ার সহযোগিতায় সম্পূর্ণ এইচডি প্রদর্শনীর ব্যবস্থা করব'   দেশজুড়ে বিকল্প প্রদর্শনীর জন্য স্থানীয় পর্যায়ে বিভিন্ন জেলায় অল্টারনেটিভ স্ক্রিনিং ফোরাম গঠন করা হচ্ছে। প্রকল্পটির সূচনা হচ্ছে চট্টগ্রাম থেকে। এরই মধ্যে দেওয়ান মাকসুদ আহমেদকে আহ্বায়ক, আবদুল হাদি, মো. আলি টিটু, জামাল উদ্দিন চৌধুরী ও রেবা বড়ুয়াকে যুগ্ম আহ্বায়ক করে চট্টগ্রাম কমিটি গঠিত হয়েছে। আগামী ১০ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে মুক্তি পাচ্ছে 'পিঁপড়াবিদ্যা'। প্রতিদিন ৩টা, ৫টা এবং ৭টায় ৩টি প্রদর্শনী থাকছে। ১০ নভেম্বর বেলা ৩টায় উদ্বোধনী প্রদর্শনীতে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ।
অন্যান্য জেলার আগ্রহী দর্শকদেরও এ ধরনের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন ছবির পরিচালক।
বিকল্প প্রদর্শনী প্রসঙ্গে ফারুকী বলেন, 'দর্শক আমাদের সঙ্গে ফোনে, ফেসবুকে, মেইলে নিয়মিত যোগাযোগ করছেন। তারা ছবি দেখতে চান। কিন্তু আমরা তাদের কাছে যেতে পারছি না হলগুলোর কারণে। তাই বিকল্প প্রদর্শনী। আমরা চাই ছবিটি প্রতিটি দর্শক দেখুক। সবার দরোজায় কড়া নাড়ুক'।



No comments:

Post a Comment