'পিঁপড়াবিদ্যা' ছবির দৈর্ঘ্য কম হওয়ায় মফস্বলের হলগুলো স্লট মেলাতে পারছে না। তাই ব্যাপক দর্শক চাহিদা থাকা সত্ত্বেও ছবিটি প্রদর্শন করতে পারছে না তারা। এ সমস্যা সমাধান করার উদ্দেশে দেশজুড়ে শুরু হচ্ছে ছবিটির বিকল্প প্রদর্শনী। প্রযোজক-পরিবেশকের পক্ষ থেকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'পিঁপড়াবিদ্যা বিভিন্ন সিনেমা হলে চলার পাশাপাশি স্থানীয় অডিটোরিয়ামগুলোতেও চলবে। যেসব জেলায় হলের সঙ্গে বনিবনা হবে না সে সব জেলায় সবচেয়ে ভালো অডিটোরিয়ামে স্থানীয় আয়োজকদের উদ্যোগে পিঁপড়াবিদ্যা নিয়মিত প্রদর্শনীর আয়োজন করা হবে। সচরাচর এ ধরনের শোগুলোতে ডিভিডিতে
অন্যান্য জেলার আগ্রহী দর্শকদেরও এ ধরনের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন ছবির পরিচালক।
বিকল্প প্রদর্শনী প্রসঙ্গে ফারুকী বলেন, 'দর্শক আমাদের সঙ্গে ফোনে, ফেসবুকে, মেইলে নিয়মিত যোগাযোগ করছেন। তারা ছবি দেখতে চান। কিন্তু আমরা তাদের কাছে যেতে পারছি না হলগুলোর কারণে। তাই বিকল্প প্রদর্শনী। আমরা চাই ছবিটি প্রতিটি দর্শক দেখুক। সবার দরোজায় কড়া নাড়ুক'।
No comments:
Post a Comment