counters

Monday, November 3, 2014

বোন-দুলাভাইকে বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ

সাভারের গেন্ডা এলাকায় বড় বোন ও দুলাভাইকে বেঁধে রেখে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এলাকার বখাটেরা। এ সময় তারা মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারন করে। শনিবার দুপুরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় ফজলুল হকের সরদার ভিলায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।


ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুরের দিকে আনন্দপুর মহল্লায় তাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকার দুই বখাটে সেলুন আজিজ ও কবির বাড়ির ভেতরে প্রবেশ করে। কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তারা ওই স্কুলছাত্রীর বড় বোন ও দুলাভাইকে বেঁধে ফেলে। তারপর তাদের সামনেই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়া হুমকি দেয়।
ভুক্তভোগীর এক নিকতাত্মীয় বলেন, এ ঘটনার পরই বাড়ির মালিক ফজলুল হক স্থানীয় কয়েকজনকে নিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টির সমাধানের চেষ্টা করে। ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়ে ভুক্তভোগীর পরিবার থানা পুলিশের কাছে যেতে চাচ্ছেন না বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বাংলাদেশ প্রতিদিনকে জানায়, ধর্ষনকারী সেলুন আজিজ ও কবির হোসেন পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment