দীর্ঘদিন ধরে ফেসবুকে আধা-নগ্ন ছবি প্রকাশ করছেন চিকিৎসক এবং মডেল নায়লা নাঈম। এসব আপত্তিকর ছবি প্রকাশ করে শুরু থেকেই তুমুল সমালোচিত হন এ মডেল।
কিন্তু সমালোচনায় পড়ে তিনি থেমে যাননি। এখনো নিয়মিত নিজের আপত্তিকর ছবি প্রকাশ করছেন। তাই তাকে মিডিয়ার 'ক্যান্সার' মনে করছেন শোবিজের বেশির ভাগ মানুষ। অনেকে আবার মজা করে তাকে 'ইবোলা ভাইরাস' হিসেবেও মন্তব্য করেছেন। তাই নায়লা নাঈম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সবাই। কিন্তু নায়লা নাঈমের মতো বিতর্কিত মডেলের বিষয়ে কেউ স্বনামে মন্তব্য করে নোংরা অধ্যায়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র অভিনেতা বলেন, 'এই মেয়েটা মিডিয়াকে কলুষিত করছে। তার যেসব ছবি ফেসবুকে ঘুরে বেড়িয়েছে। ছিঃ ছিঃ ছিঃ। আমি তাকে ব্লক মেরে রেখেছি। মিডিয়ার অন্য মেয়েরা যেন তাকে দেখে উৎসাহিত না হন। নায়লা হলো ক্যান্সার। তাকে ছেঁটে না ফেললে আমরা বিপদে পড়বো।' আরেক সিনিয়র অভিনেত্রী বলেন, 'এমনিতেই আমাদের মিডিয়ার মানুষকে সবাই বাঁকা চোখে দেখে। তার ওপর এসব মেয়ে এসে যদি নোংরামি ছড়ায়, তবে ব্যাপারটি ভয়াবহ। মেয়েটা ইবোলা ভাইরাসের মতো যদি অন্য মেয়েদের মধ্যে রোগ ছড়ায় তবে খুব ক্ষতি হবে আমাদের ইন্ডাস্ট্রিজের।'
এদিকে কিছু কিছু নির্মাতা নায়লা নাঈমের 'আধা-নগ্ন জনপ্রিয়তা'কে ব্যবহার করে নিজেদের ছবির বাজার ধরার চেষ্টা করছেন। এসব নির্মাতাকে অশ্লীলতার যুগ ফিরিয়ে আনার নব্য কারিগর মনে করছেন সবাই।
নায়লা নাঈমের নোংরা ছবি প্রকাশ করার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি মরিয়া। তাই আলোচনায় আসতে তিনি এই পথ বেছে নিয়েছেন। তার পরিচিতরা তাই তাকে 'সাইকো' হিসেবে মনে করেন। আর এ বিষয়ে জানতে নায়লাকে ফোন দেওয়া হলে তিনি বলেন, 'বিদেশে এমন ছবি অহরহ প্রকাশ করেন মডেল-অভিনেত্রীরা। আমি তাদের অনুসরণ করছি'।
No comments:
Post a Comment