গোটা ত্রুিকেট দুনিয়া যাকে অনুকরণ করে সেই ক্রিকেট দেবতা শচীন টেন্ডুলকরের অভিষেকে নিজের ক্ষমতা নিয়ে নাকি সন্দিহান ছিলেন! অবাক করার মতো কথা হলেও এটাই সত্যি। মাস্টার ব্লাস্টার শচীন নিজের আত্মজীবনীতে লিখেছেন, পাকিস্তানে ১৯৮৯ সালে টেস্ট অভিষেকের আগে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ ছিল তার। আত্মর্জাতিক মঞ্চে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে মেলে ধরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল আজকের ক্রিকেট দেবতার !
পাক পেসার ওয়াসিম আকরামের বিরুদ্ধে প্রথম ব্যাট করার অভিজ্ঞতাও লিখেছেন আত্মজীবনীতে। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘ ওভারের তৃতীয় বলে আমি স্টাইক নিলাম আকরামের বিরুদ্ধে। ওই বলটা উড়ে এল বাউন্সার হিসেবে। পরের বলটা ইয়র্কার হবে বলে আশা করলাম। তার জন্য আমি মানসিকভাবে তৈরিও হয়ে গেলাম।’
No comments:
Post a Comment