counters

Saturday, November 8, 2014

নারীদেহের সবথেকে সংবেদনশীল অংশ কোনটি

নারীদেহের সবথেকে সংবেদনশীল অংশ কোনটি


অনেকেই শিরোনাম পড়ে ভাবতে পারেন, এ আবার এমন কি কঠিন? যৌনাঙ্গই হবে নিশ্চয়। তাহলে আপনাকে হতাশ হতে হবে।
নারীদেহের সবচেয়ে স্পর্শকারত অংশ মোটেও তার যৌনাঙ্গ নয়। বরং তার মুখ। হ্যাঁ। সাম্প্রতিক এক সমীক্ষা এই কথাই বলছে।
সমীক্ষা বলছে, মুখের চামড়ার পরিবর্তন নিয়ে মহিলারা যতটা চিন্তিত থাকেন, তা আর কোনও কিছু নিয়ে থাকেন না। গোটা শরীরের চেয়েও তার সবচেয়ে বেশি নজর থাকে মুখের দিকে।
ফিমেল ফার্স্ট ডট কো ডট ইউকে’র সমীক্ষা এও বলছে, প্রতি তিনজনের মধ্যে একজন মহিলা মুখ নিয়ে খুঁতখুঁতে হন। তারা মনে করেন, বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন।
মুখের পর শরীরের যে যে অংশ নিয়ে তারা সবথেকে সংবেদনশীল, তা হল হাত ও ঘাড়। কারণ, দেহের এই অংশগুলিতেই বয়সের ছাপ পড়ে।

No comments:

Post a Comment