৩টি কাজে কমিয়ে ফেলুন বাড়তি ওজন
একটু বাড়তি ওজন সব সময়েই ঝামেলার সৃষ্টি করে। ওজনের সাথে লুকের একটি ব্যাপার তো জড়িত থাকেই কিন্তু ভুলে গেলে চলবে না যে এর সাথে জড়িত থাকে আমাদের স্বাস্থ্য। আমাদের দেহের সুস্থতা অনেকাংশে নির্ভর করে আমাদের দেহের সঠিক ওজনের ওপর।
ওজন বেড়ে গেলে দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হওয়া শুরু করে, হৃদপিন্ডের স্বাস্থ্যে সমস্যা বৃদ্ধি হয়, উচ্চ রক্তচাপ, কলেস্টোরলের সমস্যা সহ নানা ধরণের সমস্যা দেখা দেয়।
তাই ওজন বেড়ে যাওয়া নিয়ে একটু সতর্ক থাকা উচিত সকলের। এমন কাজ করা উচিত যাতে সহজেই ঝেড়ে ফেলা যায় বাড়তি ওজন এবং নিয়মিত কাজগুলো করলে ধরে রাখা সম্ভব হয় সঠিক ওজন।
১ গ্লাস কুসুম গরম জল ও লেবু
জার্নাল অফ বায়োকেমিক্যাল নিউট্রিশন, ২০০৮ সালে তাদের জার্নালে প্রকাশ করেন, লেবুর মধ্যে যে পলিফেনল মলিকিউলস রয়েছে তা দেহে মেদ জমতে বাঁধা প্রদান করে এবং মেদ দূর করতেও বিশেষভাবে কার্যকর। শুধু তাই নয় এটি ডায়বেটিস রোগীদের জন্যও বেশ উপযোগী।
প্রতিদিন সকালে মাত্র ১ গ্লাস কুসুম গরম জলে লেবু চিপে খাওয়ার অভ্যাস আপনাকে দেবে মেদবিহীন ঝরঝরে সুস্থ শরীর।
তবে সকালে ১ গ্লাসের বেশি কখনোই পানি পান করবেন না। অতিরিক্ত পানি দেহে পানিশূন্যতা ও দাঁতের এনামেল ক্ষয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। তাই নিয়ম করে ১ গ্লাসই পানিই পান করুন।
পরিমিত ব্যায়াম ও হাঁটাচলা
আমেরিকার ন্যাশনাল ওয়েট কন্ট্রোল রেজিস্ট্রির করা একটি গবেষণায় প্রায় ৪০০০ মানুষের ওপর পরীক্ষা করে দেখা যায়, যারা নিয়মিত সকালের অন্তত ১৫-২০ মিনিট ব্যায়াম ও হাঁটাচলা করেন তারা অন্যান্যদের তুলনায় বেশ দ্রুতই বছরে ৩০ পাউন্ড পর্যন্ত ওজন কমাতে সক্ষম হন।
তাই সকালে ঘুম থেকে উঠে একটু সময় বের করে নিয়ে ব্যায়াম করে নিন কিংবা হেঁটে বা জগিং করে আসুন কোনো পার্ক থেকে। দেহে মেদ জমার সুযোগই পাবে না।
প্রোটিন সমৃদ্ধ খাবার
সকালের ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কারণ এটি ওজন কমাতে সাহায্য করে। প্রোটিন অনেকটা সময় ধরে পেট ভর্তি রাখে এবং ক্ষুধা নিবারন করে। আপনি যখন ক্ষুধার্ত কম হবে তখন আপনি সাধারণভাবেই কম খাবেন। এতে করে কমবে আপনার ওজন।
বায়োফোরটিস ক্লিনিক্যাল রিসার্চ ও ইউনিভার্সিটি অফ মিজউরি ডিপার্টমেন্ট অফ এক্সসারসাইজ ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশনের গবেষকগণ বলেন, অন্যান্য খাবারের তুলনায় প্রোটিন সমৃদ্ধ খাবারে ক্যালরি অনেক কম থাকে কিন্তু নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি, তাই এটি একই সাথে ওজন কমাতে ও দেহ সুস্থ রাখতে কাজ করে।
তাই সকালের খাবারে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন, ভাত, রুটি এবং পাউরুটি জাতীয় খাবার না খেয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন।

No comments:
Post a Comment