counters

Sunday, November 2, 2014

Breaking news ( আজ শুরু জামায়াতের ৪৮ ঘন্টার হরতাল: বিভিন্নস্থানে মিছিল, ধরপাকড়, তল্লাশী )

আজ শুরু জামায়াতের ৪৮ ঘন্টার হরতাল: বিভিন্নস্থানে মিছিল, ধরপাকড়, তল্লাশী


রোববার ভোর ৬ টা থেকে শুরু জামায়াতে ইসলামী আহুত ৪৮ ঘন্টার লাগাতার হরতাল। হরতাল শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়। জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলার রায়কে কেন্দ্র করে হরতালের সময় বাড়াতে পারে দলটি। আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলাম গত বুধবার তিনদিনের হরতাল ঘোষনা করে। বৃহস্পতিবার একদিন হরতাল পালিত হয়েছে।


এদিকে হরতালকে সামনে রেখে পুলিশ, র্যা ব, বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। হরতাল ঠেকানোর নামে সারাদেশেই চলছে গ্রেফতার অভিযান। জামায়াত-শিবিরের পাশাপাশি ধরা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুরনো মামলা না থাকলে তদন্তাধীন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কথিত নাশকতার অভিযোগ আনছে সরকার।
হরতালের সমর্থনে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে জামায়াত-শিবির মিছিল করেছে। মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। দলটির নেতা-কর্মীদের বেধড়ক পিটিয়ে অনেককেই আহত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত ২০ জনকে। এ দিন সকালে খিলগাঁওয়ের তালতলায় বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির।
মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, মহানগর পূর্ব সেক্রেটারি এম শামীম, শিবির নেতা শরিফুল ইসলাম, তোজাম্মেল হক, সোহেল রানা মিঠু ও আবদুল কাদের প্রমুখ।
মিছিল শেষে এক সমাবেশে ইয়াছিন আরাফাত আওয়ামী লীগকে জালিম অভিহিত করে বলেন, বাংলাদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে সরকার।
অন্য নেতারা বলেন, জামায়াত নিষিদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকলে ইসলামী ছাত্রশিবির তার উচিত জবাব দিতে প্রস্তুত।
রাজধানীর মিরপুরে শনিবার সকাল পৌনে ৯টার দিকে সেনপাড়া আল হেলাল হাসপাতালের সামনে থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাজিব নামে একজনকে শিবিরকর্মী সন্দেহে গ্রেফতার করেছে।
হরতালের সমর্থনে সিলেটে মিছিল করেছে জামায়াত- শিবির। পুলিশ এখানেও হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।
মিরপুর থানার সাব ইন্সপেক্টর সুরুজ মিয়া মিয়া বলেন, জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোবারক হোসাইন, লস্কর মো: তসলীম, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, মিজানুল হক, সোলাইমান হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

No comments:

Post a Comment