সুস্থ-আছে-তিশা
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসক রুহুল হাসান জোয়ার্দারের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার হয়।
তিশা এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তিশার স্বামী মোস্তফা সারওয়ার ফারুকী।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এ অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বুধবারই বাসায় ফিরতে পারবেন তিনি। তবে চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।
এদিকে সোমবার রাতে তিশার স্বামী জনপ্রিয় নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী তিশার একটি ছবি দিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘বিছানায় শুয়ে থাকা এই মানুষটা সব সময় আমার পরিবারের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া, দেখভাল করা, সাহস জোগানো- সবকিছু করত। আর আজকে তাকেই হাসপাতালে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা হলো আমার।
এই অসহায় অনুভূতি বোঝানো যাবে না। যদিও এমন কোনো বড় অসুখ না, সামান্য অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা, তবুও এই অভিজ্ঞতা আমার জন্য অদ্ভুত ছিলো। দোয়া করবেন তিশা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’
.jpg)
No comments:
Post a Comment