counters

Sunday, November 2, 2014

Hot News ( প্রথম-ছবির-পোষ্টারেই-অর্ধনগ্ন-প্রিয়াঙ্কার-বোন )

প্রথম-ছবির-পোষ্টারেই-অর্ধনগ্ন-প্রিয়াঙ্কার-বোন


নিজের অভিনীত প্রথম ছবির পোষ্টারেই অর্ধনগ্ন ভাবে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন ববি হান্ডার। উর্ধাঙ্গ অনাবৃত। ছুরির ছাদের নিচে আবরণহীন ববি।

‘জিদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে ববির। আর এসেই আলোড়ন ফেলেছেন তিনি।

শুধু অর্ধনগ্ন নয় তার একই সিনেমার পোস্টারে ঘনিষ্ঠ চুম্বনরত অবস্থায়ও দেখা যাচ্ছে ববিকে। 

আগামী ২৮ নভেম্বর জিদ মুক্তি পাবে।

ববি একজন প্রতিষ্ঠিত নৃত্য শিল্পীও৷ নিজের ক্যারিয়ারের জন্য প্রিয়াঙ্কাকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ববি৷ মিস ওয়ার্ল্ড হওয়ার পর একটি বিজ্ঞাপনে বোনের সাথে একসঙ্গে কাজ করেছিলেন৷ এবার দেখা যাক বোনের দেখানো পথ ধরে ববি কতটা সফল অভিনেত্রী হতে পারেন৷

No comments:

Post a Comment