counters

Sunday, November 9, 2014

hold the skin of tomatoes Pack ( লাবণ্যময়ী ত্বক ধরে রাখতে টমেটো প্যাক )

লাবণ্যময়ী ত্বক ধরে রাখতে টমেটো প্যাক


ত্বক চর্চায় ভিটামিন সি এর প্রয়োজনীয়তা অনেক বেশি। ত্বকের বিভিন্ন রোগ সারাতেও ভিটামিন সি অনেক কার্যকরী। তাই ভিটামিন সি তে ভরপুর টমেটো দিয়ে ত্বকের চর্চাও অনেক উপকারী। আসুন জেনে নেয়, কিভাবে টমেটো প্যাক দিয়ে রূপ লাবণ্যময়ী ত্বক ধরে রাখা যায়।
১. কিউব করে কাটা ১টা টমেটো, কাটা শসা ১ টুকরা, ১ চিমটি হলুদ গুঁড়ো ও ১ চামচ মধু সব একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক ত্বকের পোড়া দাগ সারাতে ও ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।
২. মুলতানি মাটি, অ্যালোভেরা, টমেটোর রস ও চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। এবার হালকা মাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে আসবে দীর্ঘস্থায়ী দীপ্তি।

No comments:

Post a Comment