জয়ার মন্তব্যে বিরক্ত শাহরুখ
সম্প্রতি মুম্বাই সাহিত্য উৎসবের শেষ দিনে জয়া বচ্চন, ফারহা খান পরিচালিত, শাহরুখ, অভিষেক, দীপিকা অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’কে একেবারেই অর্থহীন ছবি বলে মন্তব্য করেন।
সূত্রের খবর সেই বক্তব্যে মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
তবে নিজের ছেলে অভিনয় করলেও, এই ছবি প্রসঙ্গে কিন্তু জয়া নিজের মন্তব্য পরিবর্তন করতে এখনও নারাজ বলে জানা গেছে।
মুম্বাইয়ে সদ্য শেষ হওয়া সাহিত্য উৎসবে জয়াকে প্রশ্ন করা হয় তিনি ‘হ্যাপি নিউ ইয়ার দেখেছেন কিনা?’ সেই প্রশ্নের উত্তরে জয়া জানান, তিনি এই ছবিটি দেখেছেন কারণ, এখানে তার ছেলে অভিষেক অভিনয় করেছেন।
তবে এই মন্তব্য কিং খানে জানতে পেরে তার জয়া আন্টির ওপর মারাত্মক চটেছেন বলে জানা গেছে।
শোনা গেছে বাদশা এই মন্তব্যে এতটাই বিরক্ত যে অভিষেক-ঐশ্বর্য তার বাড়ি মান্নাতে তার সঙ্গে দেখা করতে গেলেও, তিনি দেখা করেননি। গৌরি তাদের সঙ্গে কথা বলেছেন।
এরপর অমিতাভ বচ্চনও শাহরুখকে ফোন করেন, কিন্তু সেই ফোনও ধরেননি বাদশা। এখন বোঝাই যাচ্ছে বিতর্ক এইমুহূর্তে থামানোর কোনও ইচ্ছেই নেই শাহরুখের।
দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়–কোন, বোমান ইরানি, সনু সুদ, বিভান শাহ। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া এই ছবি এখনও পর্যন্ত তিনশো কোটি টাকার ব্যবসা করেছে।

No comments:
Post a Comment