counters

Saturday, November 1, 2014

Live from hand to jump Rapists

ধর্ষকদের হাত থেকে বাঁচতে ঝাঁপ



রাশিয়ার এক পর্নস্টার দুই ধর্ষকের হাত থেকে বাঁচতে দু’তলার জানলা থেকে ঝাঁপ দিলেন।
এই মরণঝাঁপে দুটো পা নষ্ট হয়ে গেল লোলা টেলর নামের ওই পর্নস্টারের।


মস্কোর ইয়ানসোনাভোয় এক হোটেলে নতুন এক সিনেমার কাজের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ২২ বছরের পর্নস্টার লোলাকে আমন্ত্রণ করে দুই যুবক। কিন্তু কিছুক্ষণ পরেই লোলার ওপর হামলা চালায় তারা। তারপর বেশ কয়েক ঘণ্টা ধরে পাশবিকভাবে তাকে ধর্ষণ করে চলে ওই দুই যুবক।
শেষ অবধি জানলা দিয়ে ঝাঁপ মারেন লোলা। রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মস্কোর এক পথচারী। এতে তার দুটি পা নষ্ট হয়ে যায়। এখনও লোলার অবস্থা আশঙ্কাজনক।
ওই দুই ধর্ষককে গ্রেফতার করার পর ৩০ বছরের জেলের শাস্তি দেওয়া হয়।
জেরার মুখে ওই দুই ধর্ষক জানায় কোনও সিনেমার কাজে নয়, টোপ হিসাবে ব্যবহার করতেই তাকে কাজের কথা বলতে ডাকা হয়।

No comments:

Post a Comment