প্রতিবাদের ভাষার শেষ নেই। তবে সাম্প্রতিককালে নগ্ন প্রতিবাদটা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠাই পেয়েছে। কথায় কথায় প্রতিবাদীরা গায়ের কাপড় খুলে ফেলছে। এটার নাম দিয়েছে 'ন্যুড প্রটেস্ট'। এভাবেই নাকি সবচেয়ে দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। কথাও মিথ্যা নয়। সব প্রতিবাদকে ছাপিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঢেউ তোলে নগ্ন প্রতিবাদ। তাই সম্প্রতি লন্ডনের পশুপ্রেমীরাও নামলেন নগ্ন প্রতিবাদে।
বিশ্ব নিরামিষভোজী দিবস উপলক্ষে শনিবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জড়ো হন শত শত পশুপ্রেমী। এ সময় নগ্ন অবস্থায় গায়ে রক্ত মেখে পশু হত্যার প্রতিবাদ জানান তারা। নগ্ন অবস্থায় তারা স্কয়ারে শুয়ে পড়েন। মেতে ওঠেন খুনসুটিতে।
যুক্তরাজ্যের পেটাসহ বিভিন্ন পশু অধিকার সংরক্ষণ সংগঠন পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। পেটা নিরামিষ ভোজে আগ্রহী করার জন্য কাজ করে যাচ্ছে।
পেটার পরিচালক মিমি বেকহেচি বলেন বলেন, ‘পশুরা ব্যথা, ভয়, ভালোবাসা, উল্লাস সবকিছুই অনুভব করতে পারে এবং বিলিয়নের বেশি পশু প্রতিবছর হত্যা করা হচ্ছে, যা আসলে পরিবেশের জন্য খুব বড় হুমকি।'
এ অবস্থা বিশ্বে আর চলতে পারে না। তাই ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশু হত্যার ব্যাপারে মানুষ যাতে সচেতন হয়, সে জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে পেটা জানান। তথ্যসূত্র : দ্য ইনডিপেনডেন্ট।
No comments:
Post a Comment