counters

Tuesday, November 4, 2014

প্রেমের ফাঁদে পেতে নারীদের ভারত পাঁচার

World Media News
প্রেমের ফাঁদ পেতে নারীদের ঘর থেকে বের করে আনত ওরা। এরপর সীমান্তে নিয়ে তুলে দিত ভারতের পাঁচারকারী চক্রের হাতে। সোমবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে এ পাঁচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় দুই নারীকেও উদ্ধার করে র‌্যাব।
র‌্যাবের কাছে স্বীকারোক্তিতে তারা জানায়, ‘নিম্নবিত্ত পরিবারের নারীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে, তারপর বিয়ে ও চাকরির প্রলোভনে তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করত।’
র‌্যাব কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক কেএম আজাদ এ সব তথ্য জানান।
আটকরা হল- মারুফ হাসান (২৮), ডালিম মোল্লা (৩২),
সাকিব হোসেন (৩০) ও পল্টু সরকার (৩০)।
র‌্যাব-২ এর অধিনায়ক কেএম আজাদ বলেন, ‘এই চক্রটির মারুফ ও সাকিব নানা কৌশলে নারীদের বেনাপোলে ডালিম ও পল্টুর কাছে পৌঁছে দেয়। ডালিম ও পল্টু ভারতের একটি চক্রের কাছে ওই নারীদের হস্তান্তর করে। এরপর এই সব নারীদের গন্তব্য হয় ভারতের বিভিন্ন শহরে।’
কেএম আজাদ আরও বলেন, ‘এই চক্রের আরও সদস্যের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে কৌশলগত কারণে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।’
উদ্ধার হওয়া দুই নারী জানান, তাদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জে এবং অপরজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে তারা কয়েকদিন আগে সাভারের স্মৃতিসৌধে দেখা করতে যান। সেখানে তাদেরকে চেতনানাশক ওষুধ খাইয়ে বরিশাল ও খুলনা হয়ে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছিল।

No comments:

Post a Comment