বিভাগীয় পর্যায়ে ‘হিজড়া প্রাইড ২০১৪’ উদযাপনের অংশ হিসেবে খুলনায় হিজড়াদের এক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউএনএইডসের সার্বিক সহযোগিতায় এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সোমবার এ আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে হিজড়াদের নৃত্য এবং মডেলিং শাখায় প্রতিযোগিতা সম্পন্ন হয়। স্থানীয় পর্যায়ের হিজড়া সম্প্রদায়ের সদস্যরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় ১৬ জন মডেলিং এবং ২০ জন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
খুলনা বিভাগ তথা বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ হিজড়া গরু পান্নাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেই সঙ্গে সার্বিক সহযোগিতা করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, আব্বাস উদ্দিন একাডেমির পরিচালক এনামূল হক বাচ্চু, ও নৃত্য প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ডলি রহমান।
এ ছাড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনার সমাজসেবা উপ-পরিচালক শেখ আব্দুল হামিদ প্রমুখ।

No comments:
Post a Comment