পোস্টারে নায়িকার প্রায় নগ্ন ছবির কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় নতুন হিন্দি সিনেমা ‘জিদ’। এবার ইউটিউবে ঝড় তুলেছে সিনেমাটির ট্রেইলার। ইরটিক থ্রিলার ঘরানার এই সিনেমার ট্রেইলার প্রকাশের চার দিনের মাথাতেই দেখা হয়েছে ১৩ লাখ বারেরও বেশি।
সিনেমার
সহ-প্রযোজক অনুভব সিনহা দারুণ খুশি ট্রেইলারটি এত সাড়া পাওয়ায়।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি পোস্ট করেন, “গত ৩০ ঘণ্টায় 'জিদ'-এর
ট্রেইলার পরিণত হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় ভিডিওতে। চার দিনেই ট্রেইলারটি
দেখা হয়েছে ১৩ লাখেরও বেশি বার।”
২৯শে অক্টোবর প্রকাশ পাওয়ার পর সোমবার বিকেল পযর্ন্ত ট্রেইলাটির ভিউ ছিল ১৭ লাখ ২১ হাজার ৬শ' ৯৭ বার। সিনেমাটির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক ঘটতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার আরেক জ্ঞাতি বোন মান্নারা হান্ডার। টেইলারে সহ-অভিনেতা কারানভির শর্মার সঙ্গে বেশ কিছু
খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভিভেক অগ্নিহোত্রি। তবে ইরটিক থ্রিলার হিসেবে সিনেমাটির প্রচার শুরু করার পরপরই সিনেমাটির সঙ্গে নিজের সব সম্পর্ক ছিন্ন করেন তিনি। কারণ, প্রযোজক অনুভব সিনহা তার সঙ্গে আলোচনা না করেই ইরটিক থ্রিলার হিসেবে সিনেমাটির প্রচার করছেন।
২৯শে অক্টোবর প্রকাশ পাওয়ার পর সোমবার বিকেল পযর্ন্ত ট্রেইলাটির ভিউ ছিল ১৭ লাখ ২১ হাজার ৬শ' ৯৭ বার। সিনেমাটির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক ঘটতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার আরেক জ্ঞাতি বোন মান্নারা হান্ডার। টেইলারে সহ-অভিনেতা কারানভির শর্মার সঙ্গে বেশ কিছু
খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভিভেক অগ্নিহোত্রি। তবে ইরটিক থ্রিলার হিসেবে সিনেমাটির প্রচার শুরু করার পরপরই সিনেমাটির সঙ্গে নিজের সব সম্পর্ক ছিন্ন করেন তিনি। কারণ, প্রযোজক অনুভব সিনহা তার সঙ্গে আলোচনা না করেই ইরটিক থ্রিলার হিসেবে সিনেমাটির প্রচার করছেন।
No comments:
Post a Comment