counters

Tuesday, November 4, 2014

Wonderful Life Trivia Information ( টুকরো তথ্যে বিস্ময়কর জীবন )

Bilgast
* বিল গেটসের জন্ম ১৯৫৫ সালের ২৮ অক্টোবর। তার বাবা আইনজীবী এবং মা স্কুলশিক্ষক। স্কুল জীবন থেকেই বিল অসাধারণ মেধাবী ছিলেন।
* তাকে সিয়াটলের একটি প্রাইভেট বিদ্যালয় 'লেকসাইড স্কুল'-এ ভর্তি করানো হয়। ওখানকারই ছাত্র ছিলেন মাইক্রোসফটের আরেক প্রতিষ্ঠাতা পল অ্যালেন। কম্পিউটার নিয়ে তার আগ্রহের শুরু নাকি হয়েছিল ওই স্কুলে যাওয়ার পর।
* ১৯৭৩ সালে ওই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার পর হার্ভার্ডে আইনকে মুখ্য বিষয় হিসেবে নিয়ে লেখাপড়া শুরু করেন। তবে এর মধ্যেই তিনি উচ্চতর গণিত ও কম্পিউটার বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে দেন। 
হার্ভার্ডে তার পরিচয় হয় স্টিভ বালমারের সঙ্গে। এই ব্যক্তিকে তিনি পরে মাইক্রোসফটে আনেন ও সিইও করে দেন।
* দুই বছর পরই তিনি পলকে নিয়ে মাইক্রোসফটের কাজ শুরু করেন। তিনি ব্যাচেলর ডিগ্রি শেষ করতে পারেননি। কিন্তু ২০০৭ সালে তাকে ডক্টরেট সম্মাননায় ভূষিত করে হার্ভার্ড।
* ১৯৭৭ সালে স্কুলে থাকা অবস্থাতেই গেটস বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার 'এমআইটিএস অলটেয়ার' নিয়ে কাজ শুরু করেন। এর মাধ্যমেই ম্যাক্সিকোতে বিল ও পল তাদের প্রথম সফটওয়্যার কোম্পানির কাজ শুরু করেন।
* ১৯৭৯ সালে মাইক্রোসফটকে তারা প্রথমবারের মতো সিয়াটলে আনেন।
* ১৯৮৫ সালে মাইক্রোসফট তাদের উইন্ডোজ তৈরি করে এবং ১৯৮৬ সালে মানুষের কাছে পেঁৗছে দেয়। ১৯৮৭ থেকেই ৩১ বছর বয়সী বিল গেটস একজন বিলিয়নিয়ার।
* ১৯৯৫ সালে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হন। তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন ডলার।
* ১৯৮৭ সালে মাইক্রোসফটের এক কর্মী মেলিন্ডার সঙ্গে একটি অনুষ্ঠানে তার পরিচয় হয়। এই নারীই পরবর্তীতে তার স্ত্রী হন। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন এবং পরে মেলিন্ডা প্রতিষ্ঠান ছেড়ে চ্যারিটির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
* বিশ্বের সেরা পড়ুয়াদের একজন বিল গেটস। বর্তমানে বিশ্বের সেরা ও দুর্লভ বইয়ের বিশাল সম্ভার রয়েছে তার। ১৯৯৪ সালে তিনি ভিঞ্চির লেখা 'কোডেঙ্ লেসিস্টার' বইটি কেনেন ৩০.৮ মিলিয়ন ডলারে।
* বিশ্বের সেরা পেইন্টিংয়ের সম্ভারও রয়েছে বিল গেটসের কাছে। ১৯৯৮ সালে তিনি উইস্লো হোমারের 'লস্ট অন দ্য গ্রান্ড ব্যাংকস' ছবিটির জন্য ৩৬ মিলিয়ন ডলার খরচ করেন, যা একটি রেকর্ড স্থাপন করে।
* ফ্লোরিডার ওয়েলিংটনে একটি মধ্যযুগীয় নকশার বাড়ি কিনেছেন ৮.৭ মিলিয়ন ডলারে। মাঝে-মধ্যে ছুটি কাটাতে সেখানে যান বিল।
* বিল তার ছেলেকে নিয়ে শিক্ষা সফরে যেতে পছন্দ করেন। তিনি তার ছেলেকে নিয়ে খনি থেকে শুরু করে মিসাইল সিলোতে পর্যন্ত সফর করেছেন।
* গ্রিনল্যান্ডের একটি বিশেষ স্কেটিং স্পট আপুসুইট অ্যাডভেঞ্চার ক্যাম্পের কয়েকজন সদস্যের একজন তিনি।
* দ্রুত গতির গাড়ির প্রতি মোহ রয়েছে গেটসের। তার সংগ্রহে রয়েছে পোর্শে ৯৩০ টার্বো, মার্সিডিজ, জাগুয়ার এঙ্জে ৬, ক্যারেরা ক্যাব্রিওলেট ৯৬৪ এবং ফেরারি ৩৪৮। মাইক্রোসফটের প্রথম যুগে তিনি পোর্শে ৯১১ দিয়ে মরুভূমিতে রেস করতেন।
* একবার জেলেও যেতে হয় তাকে ১৯৭৭ সালে। তাকে জামিনে মুক্ত করেন পল অ্যালেন।
* ১৯৯০ সালে গেটস তার পোর্শে ৯৫৯ মডেলটি নিয়ে আসেন। কিন্তু তা আটকে দেয় কাস্টমস। কারণ এই গাড়িগুলো রাস্তায় চলার উপযোগী কিনা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিনা তা পরীক্ষার প্রয়োজন ছিল।

No comments:

Post a Comment