রণক্ষেত্র বকশীবাজার
দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পলাশীর মোড় ও বকশীবাজার এলাকা।
বুধবার বেলা ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আট থেকে দশজনকে রাস্তায় ফেলে লাঠি ও বাঁশ দিয়ে পেটাতেও দেখেছেন ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক কামাল তালুকদার।বকশীবাজার ও ঢাকা মেডিকেলের কাছে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল ও একটি গাড়ি।
সংঘর্ষে আহত অন্তত ২৫ জন বিএনপিকর্মী চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির দিন থাকায় বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া গুলশানের বাসা থেকে আদালতের পথে রওনা হন। তার আসার খবরে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই বকশীবাজার থেকে ফজলে রাব্বি হল পর্যন্ত রাস্তা আটকে মিছিল শুরু করে।
এই মিছিলের মধ্যেই বকশী বাজার মোড়ে হঠাৎ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
বিএনপি ও ছাত্রদলকর্মীরা ধাওয়া খেয়ে পলাশী মোড় থেকে বুয়েটের দিকে এগোলে সেখানে ছাত্রলীগ কর্মীরা আবার তাদের ধাওয়া দিলে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় দুইপক্ষেই বৃষ্টির মতো ঢিল ছোড়াছুড়ি চলে। সড়ক দ্বীপের গাছ ও বেড়া ভেঙে লাঠি বানিয়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়।
World Media News
No comments:
Post a Comment