এবার বিগ ব্যাশ মাতাতে চান সাকিব
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ
ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে ভালো খেলে বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে
ফেলতে চান সাকিব আল হাসান।
টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের সঙ্গে চুক্তি করেছে
মেলবোর্ন রেনেগেইডস। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের জায়গায় টুর্নামেন্টের
শেষ ভাগে খেলবেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। আগের মৌসুমে তিনি
খেলেছিলেন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে।
বুধবার সাকিব তার ফেইসবুক
পেইজে জানান, মেলবোর্নের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। বিশ্বকাপের আগে
এটা তার প্রস্তুতিতেও সহায়তা করবে বলে তিনি মনে করেন।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর।
নতুন দলের হয়ে ভালো খেলার প্রত্যাশা করে সমর্থকদের কাছে দোয়াও চান সাকিব।
বিসিবির
নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন
সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়
ছিলেন তিনি। ৫-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের সেরা বোলার ছিলেন তিনি।
মেলবোর্ন
রেনেগেইডস তাদের ওয়েবসাইটে জানায়, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের জায়গায়
টুর্নামেন্টের শেষ ভাগে খেলবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে
সিরিজ খেলতে যাচ্ছেন রাসেল।
আগামী ৭ জানুয়ারি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে সাকিব প্রথম মেলবোর্নের হয়ে মাঠে নামতে পারেন।
World Media News
No comments:
Post a Comment