counters

Friday, December 5, 2014

সালমানের গাড়ি চাপা মামলায় নতুন মোড়



ভারতীয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা দেওয়ার মামলায় নতুন তথ্য উঠে এসেছে। গাড়ি চালানোর সময় সালমান মাতাল ছিলেন কী না, এ বিষয়টি নিয়ে মূলত বিতর্ক চলছিল। সাম্প্রতিক এক অধিবেশনে উপস্থাপিত নতুন তথ্যে বের হয়ে এসেছে ঘটনার সময় সালমানের রক্তে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া যায়।




৩রা ডিসেম্বর এ বিষয়ে একটি নথি পেশ করেন একজন রাসায়নিক বিশ্লেষক। নথিতে দেখা যায় ঘটনার দিন নেওয়া সালমানের রক্তের নমুনাতে পাওয়া গেছে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি।
ভারতের স্যার জে জে হাসপাতালে একাধিকবার পরীক্ষা করা হয় সালমানের রক্তের নমুনা। প্রত্যেকবারই স্বাভাবিকের চাইতে বেশি অ্যালকোহল পাওয়া যায় বলে জানান ফরেনসিক ল্যাবের প্রতিনিধি ডি কে বালাশংকর।
বালাশংকর আদালতে হাজির হয়ে বলেন, “আমি সালমানের রক্তের ওপর মরফোলিন পরীক্ষা করেছি, পরীক্ষাটি পজিটিভ ছিল। রক্তে ৬২ মিলিগ্রাম ইথাইল অ্যালকোহল পাওয়া গেছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি।”
বুধবার আদালতের অধিবেশনে উপস্থিত ছিলেন সালমান নিজে।
২০০২ সালের ২৮শে সেপ্টেম্বর রাতে মু্ম্বাইয়ের একটি রাস্তার ফুটপাতে নিজের টয়োটা ল্যান্ড ক্রুজারটি তুলে দেন। এই ঘটনায় চারজন আহত হয় এবং একজন মারা যায়।
বারো বছর আগের এই মামলার বিচার প্রক্রিয়া নতুন করে শুরু হয় ২০১৩ সালের ৫ই ডিসেম্বর। ম্যাজিস্ট্রেট আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে মামলাটিকে। এখন চলছে নতুন করে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ।
এর আগে দুর্ঘটনাজনিত মৃত্যুর দায়ে অভিযোগ গঠন করা হলেও নতুন করে শুরু হওয়া বিচারে দণ্ডনীয় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

No comments:

Post a Comment