counters

Friday, December 5, 2014

Latest News

ছেলে হলো অনন্ত-বর্ষার




মা হলেন আফিফা নুসরাত বর্ষা। ২৩শে নভেম্বর  স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে  ব্যাংককের বামরুংরাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তার নামা রাখা হয়েছে আরিজ। মা ও ছেলে দুজনেই ভালো আছেন। এ সময় তার পাশেই ছিলেন স্বামী অনন্ত জলিল।


থাইল্যান্ড থেকে গ্লিটজকে এসব তথ্য জানান মনসুন ফিল্মসের মিডিয়া ম্যানেজার এস এম আলী জাকের সজীব।
প্রেস বার্তায় বর্ষা বলেন, “এই অনুভুতি প্রকাশ করার নয়। কি যে ভালোলাগা কাজ করছে। আরিজকে নিয়েই এখন আমার আর অনন্তের সব স্বপ্ন।”
তিনি আরও বলেন, “আরিজ জন্ম নেওয়ার পরপরই সবাইকে সংবাদটি জানাতে চেয়েছিলাম কিন্তু ডাক্তারের পর্যবেক্ষণে থাকায় সংবাদটা সবাইকে জানাতে কিছুদিন দেরী হলো। আমি এবং আমার সন্তান আরিজ দুজনই সম্পূর্ণ সুস্থ আছি।”
বাবা হওয়ার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে অনন্ত বলেন, “অসাধারণ এক অনুভুতি কাজ করছে নিজের ভিতর, যা আসলেই ভাষায় প্রকাশ করা পুরোপুরি অসম্ভব। এই অনুভুতি শুধুমাত্র অনুভবই করা যায়।”
অনন্ত এবং বর্ষা তাদের সকল ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন। আরিজকে নিয়ে কিছুদিনের মধ্যেই অনন্ত-বর্ষা বাংলাদেশে পৌঁছাবেন বলেই জানিয়েছেন সজীব।

No comments:

Post a Comment