counters

Monday, November 3, 2014

স্মৃতি ধরে রাখতে ‘আর্ট অব ওয়েডিং বাই রানা’

মানুষ চায় তার সুখকর স্মৃতিকে ফ্রেমে বন্দি করতে। মানুষের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল, বিয়ে। বিয়ের সময়কার মুহূর্তগুলোকে ছবি বা ভিডিওর মাধ্যমে ডিজিটাল বলয়ে বন্দি করতে পারলে সারাজীবন তা থাকবে স্মৃতিময়।

মানুষের জীবনের বিয়ের দুর্লভ মুহূর্তগুলোর ডিজিটালমাধ্যমে তৈরি করে দিচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘আর্ট অব ওয়েডিং বাই রানা’। প্রতিষ্ঠানটি ওয়েডিং ফটোগ্রাফির সেরা কাজগুলো করে দিয়ে থাকে।

বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণসহ বিয়ের বিশেষ ছবি নিয়ে বিশেষ অ্যালবাম বানিয়ে দেওয়ার সুবিধা দিচ্ছে ‘আর্ট অব ওয়েডিং বাই রানা’। বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ ছাড়াও বিয়ের মঞ্চসাজ, ডিজেসহ নানা কাজ করে দিয়ে থাকে।

এটি দেশের জনপ্রিয় ওয়েডিং ফটোগ্রাফার ইকবাল রানার প্রতিষ্ঠান। ইকবাল রানা জানান, বিয়ে বাড়ির প্রতিটি মুহূর্তকে ছবি বা ভিডিওতে ধরে রাখতে কাজ করি আমরা। ছবি বা ভিডিও দেখার পর ক্লায়েন্টের আনন্দময় চেহারাটাই আমাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের।

ছবি ও ভিডিওর জন্য আর্ট অব ওয়েডিং বাই রানা বেশ কয়েকটি প্যাকেজ দিচ্ছে। ছবির ক্ষেত্রে রয়েছে ১২ হাজার ৫০০ টাকায় পোর্টেট প্যাকেজ, ২৫ হাজার টাকায় সিলভার প্যাকেজ, ৩৫ হাজার টাকায় গোল্ড প্যাকেজ, ৪৫ হাজার টাকায় প্লাটিনাম প্যাকেজ।

ভিডিও ও ছবি দুটোই তুলে দেওয়ার জন্য রয়েছে ৫০ হাজার, ৬০ হাজার এবং ৭৭ হাজার টাকার মধ্যে বিশেষ প্যাকেজ। শুধু ভিডিওর ক্ষেত্রে রয়েছে ৬ হাজার এবং ১০ হাজার টাকার প্যাকেজ। এছাড়াও রয়েছে ১৫ হাজার টাকার ডিজে প্যাকেজ। পাশাপাশি ফরমাশ অনুযায়ী অন্যান্য আয়োজনও করে দিয়ে থাকে।

No comments:

Post a Comment