counters

Tuesday, November 11, 2014

তুলনা করা ধৃষ্টতা: রাজ্জাক


ফাইল ছবি
তার মতে, “চলচ্চিত্রের অভিনেতাদের কেউ কারও মতো হতে পারে না। এটা কখনও সম্ভব নয়। কারও সঙ্গে কারও তুলনা করা আসলে ঠিক না। বিশেষ করে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের তুলনা করাকে আমি সমর্থন করি না।” 
১৯৬৯ সালে মুক্তি পাওয়া রাজ্জাক-কবরী-আব্দুল জলিল অভিনীত ‘ময়নামতি’ সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত ‘অনেক সাধের ময়না’ সিনেমাতে তাদের অভিনীত মতি, ময়না ও মনা চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি,
আনিসুর রহমান মিলন। স্বাভাবিকভাবেই দুটি সিনেমায় দুই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের তুলনা এসেই যায়।
রোববার যমুনা ব্লকবাস্টার্সে ‘অনেক সাধের ময়না’ সিনেমার পরিবেশক জাজ মাল্টিমিডিয়া আয়োজিত এক প্রেস শোতে এসেছিলেন রাজ্জাক। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘ময়নামতি’ সিনেমাটির রিমেইক বলা চলে না জাকির হোসেন রাজু পরিচালিক ‘অনেক সাধের ময়না’কে । 
“সেন্সর সনদ প্রদানের আগে তিনি সিনেমাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। দুটি সিনেমাই সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত হলেও ‘অনেক সাধের ময়না’ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে আরও নতুনভাবে গল্পটি উপস্থাপন করেছেন।”
সেন্সর বোর্ডের চলচ্চিত্র নিরীক্ষণ কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রাজ্জাক। ‘অনেক সাধের ময়না’ সিনেমার ছাড়পত্র প্রদানের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। 
‘ময়নামতি’ সিনেমার নানা ঘটনাও ভাগ করে নিলেন সবার সঙ্গে।পরিচালক কাজী জহির তখন ডাকসাইটে পরিচালক ও প্রযোজক। চিত্রা ফিল্মসের ব্যানারে ‘ময়নামতিই’ ছিল কাজী জহিরের সঙ্গে রাজ্জাক ও কবরীর প্রথম সিনেমা। 
রাজ্জাক জানালেন, সিনেমার বেশ কিছু দৃশ্যে অভিনয় করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন তিনি ও কবরী। আউটডোর শুটিংয়ে গিয়ে থাকতে হয়েছে ভাঙ্গা স্কুলঘরে। রাত কাটাতে হয়েছে তেল চিটচিটে তক্তপোষে মশার কামড়কে সঙ্গী করে। 
বাপ্পী-মাহিকে উদ্দেশ্য করে বললেন, “তোমাদের কত সুবিধা! শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকার সুযোগ পাচ্ছো। কষ্টটা কি বুঝতে পারো না ! এসব নিয়ে বেশি বললে লোকে হয়তো হাসবে।” 
সিনেমার একাল-সেকাল নিয়ে তিনি বলেন, “আমাদের সময় ভালো স্কুল ছিল। আমরা খুব মনযোগী ছাত্র ছিলাম। আমাদের ভালো শিক্ষকও ছিলেন, যারা আমাদের সবকিছু একদম হাতে ধরে শিখিয়েছিলেন। কালের বিবর্তনে সে স্কুলটি যেমন হারিয়ে গেছে, হারিয়ে গেছে ছাত্র-শিক্ষকরাও।”
প্রেস শোতে উপস্থিত থাকার কথা ছিল রাজ্জাকের বন্ধু ও অভিনেতা আব্দুল জলিলেরও । তার জুতোয় পা গলানো মিলন ফোনে যোগাযোগ করলেন জলিলের সঙ্গে। জলিল জানালেন, পা ভেঙ্গে গেছে তার। বক্তৃতার ফাঁকেই বন্ধুর সঙ্গে কথা সেরে নিলেন তিনি। 

No comments:

Post a Comment