counters

Tuesday, November 11, 2014

রুবেলের ‘পারাপার’


১৪ বছরের কারাবাস শেষে ঘরে ফিরেছে রুদ্র। এর মাঝে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে তার স্ত্রী, সন্তান। বদলে গেছে চারপাশ। এই বদলে যাওয়া সময়ের সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে জেল ফেরত রুদ্র। এই রুদ্রর গল্প নিয়েই সঞ্জয় নাগ নির্মাণ করেছেন ‘পারাপার’ সিনেমা।
সঞ্জয় পরিচালিত প্রথম সিনেমা ‘মেমোরিজ ইন মার্চ’। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লেখেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমাটিতে অভিনয়ও করেন তিনি।
টালিগঞ্জের সিনেমা ‘পারাপার’-এ তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম ও ব্রাত্য বসু।
ঋতুপর্ণা পর্দায় রুবেলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। পাওলি অভিনয় করেছেন রুবেলের বন্ধু ব্রাত্যর স্ত্রীর ভূমিকায়।
সিনেমাটির জন্য দীর্ঘদিন পর বাংলায় প্লেব্যাক করেছেন কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। আরও কণ্ঠ দিয়েছেন পাপন, শুভমিতা, কৌশীকি দেশিকান, আস্থা মন্ডল।
পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪ই নভেম্বর।
মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন-‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘শ্যামল ছায়া’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়াও ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন।

No comments:

Post a Comment