counters

Monday, November 10, 2014

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘রতন’



মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্প ‘রতন’ অবলম্বনে নির্মিত হয়েছে ২৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাবা-মা হারানো সদ্য কৈশোরে পা দেওয়া রতনকে
ঘিরে। আশফাক আহমেদের প্রযোজনায় চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু, বিথী, রাজু খান, মুন্নি তালুকদার।
সিনেমার কাহিনিতে দেখা যায়, মুক্তিযুদ্ধের চলাকালীন তাতিবন্ধ গ্রামে হামলা করে পাকিস্তান সেনাবাহিনি। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দুজন যখন মুক্তিযোদ্ধা ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে তার মা।
রতনকে যখন মুক্তিবাহিনির ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্ত সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পরার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই ১০ বছরের ছেলেটি। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে।

No comments:

Post a Comment