২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রতন’। সিনেমাটি উৎসবের শিশির মঞ্চে প্রদর্শিত হবে।
মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্প ‘রতন’ অবলম্বনে নির্মিত হয়েছে ২৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাবা-মা হারানো সদ্য কৈশোরে পা দেওয়া রতনকে
ঘিরে। আশফাক আহমেদের প্রযোজনায় চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু, বিথী, রাজু খান, মুন্নি তালুকদার।
রতনকে যখন মুক্তিবাহিনির ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্ত সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পরার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই ১০ বছরের ছেলেটি। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে।
No comments:
Post a Comment