গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান। বোনের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে গিয়ে নিমন্ত্রণ করেছেন সালমান। অমিতাভ বচ্চন, দিপিকা পাড়ুকোনসহ বলিউডের ডজনখানেক তারকা নিমন্ত্রিত হয়েছেন জমকালো এই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন শাহরুখ খান কি আছেন অতিথির তালিকায়?
মুম্বাই সিনেপাড়ার বাসিন্দাদের মধ্যে অর্পিতার বিয়েতে অংশ নেবেন অমিতাভ বচ্চন, আমির খান, দিপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান এবং
হৃতিক রোশানের মত তারকারা। গুঞ্জন সত্যি হলে, অতিথির তালিকায় রয়েছেন শাহরুখের নামও।
সূত্রের বরাত দিয়ে ভারতের এক ট্যাবলয়েড বলছে, "অতিথির তালিকায় আছেন রাজনীতিবিদ, অভিনেতা থেকে শুরু করে নামীদামী সব খেলোয়াড় এবং ব্যবসায়ীরা। শাহরুখ খানকেও নিমন্ত্রণ করেছেন সালমান।"
হায়দ্রাবাদের রয়্যাল ফালাকনুমা প্যালেসে অনুষ্ঠিত হবে বিয়ে। আর ২১শে নভেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হবে বিয়ে পরবর্তী অনুষ্ঠান।
No comments:
Post a Comment